ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘মাদক নির্মূলে বিশেষ কারাগার, সংঘাত থামাতে কম্বিং অপারেশন’

‘মাদক নির্মূলে বিশেষ কারাগার, সংঘাত থামাতে কম্বিং অপারেশন’

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে চলমান সংঘাত বন্ধে দ্রুত সময়ের মধ্যেই কম্বিং অপারেশন পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নরসিংদীতে রায়পুরা উপজেলা সবচেয়ে বড় সমস্যা। জেলায় সন্ত্রাসীদের আড্ডা অনেক বেশি, তাদের হাতে প্রচুর অস্ত্র রয়েছে। যত দ্রুত সম্ভব পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে কম্বিং অপারেশন চালানো হবে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “১৯ জুলাই জেলখানায় অগ্নিসংযোগ করা হলে সব কয়েদি পালিয়ে যায়। অনেকেই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে এবং অনেকে গ্রেপ্তার হয়েছে। লুট হওয়া অস্ত্রের বড় অংশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে যে কয়েদিরা রয়েছে তাদের বেশিরভাগই মাদক মামলার আসামি। মাদক নির্মূলে বিশেষ ব্যবস্থা নিতে হবে, এজন্য মাদকের জন্য আলাদা বিশেষ কারাগার গড়ে তোলা হবে।”

এর আগে তিনি নরসিংদী পুলিশ লাইনসের ক্যান্টিন, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে জেলা কারাগারের অভ্যন্তরের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।

পরিদর্শনকালে নরসিংদী পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভেতরে থাকা ৮২৬ জন কয়েদি পালিয়ে যায় এবং লুট হয় অস্ত্র ও গোলাবারুদ। পরে কারাগারটি সংস্কার করে আবারও বন্দি রাখার উপযোগী করা হয়।

কম্বিং অপারেশন,বিশেষ কারাগার,মাদক নির্মূল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত