ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

অধস্তন আদালতের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি

অধস্তন আদালতের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি

অধস্তন আদালতের বিচারক ও আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদারে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয়।

রোববার প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব (ভারপ্রাপ্ত) জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়েছে, বিচার বিভাগ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অধস্তন আদালতসমূহে প্রতিদিন বিপুল সংখ্যক বিচারপ্রার্থী, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণের উপস্থিতিতে বিচারকাজ চলে।

“বর্তমান দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন নিরাপত্তাজনিত ঝুঁকির প্রেক্ষাপটে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করাটা জরুরি হয়ে পড়েছে।”

নিরাপত্তাজনিত কারণে সম্প্রতি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এজলাস কক্ষে আইনজীবী ব্যতীত বিচারপ্রার্থী ও ‘অপ্রত্যাশিত’ ব্যক্তিবর্গের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। সমাবেশ, মিছিল, অস্ত্র ও মাদকদ্রব্য বহনও নিষিদ্ধ করা হয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।

আইজিপিকে উদ্দেশ করে চিঠিতে বলা হয়, “দেশের অধস্তন আদালতসমূহে বিচারকার্য নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পরিচালনার স্বার্থে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে আপনাকে বিশেষভাবে অনুরোধ জানানো হলো।”

চিঠির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব এবং দেশের সব জেলা ও দায়রা জজকে পাঠানো হয়েছে।

আইজিপি,অধস্তন,আদালত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত