অনলাইন সংস্করণ
১২:৫৭, ১৮ ডিসেম্বর, ২০২৫
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা, দেশের চলমান পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে অবহিত করতে বিদেশি কূটনীতিক ও অন্যান্য অংশীজনদের ব্রিফি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিং করবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও অন্যান্য অংশীজনদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব। সেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হতে পারে।