ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই গণ-অভ্যুত্থানের নেতা বিপ্লবী ওসমান হাদী আর নেই

জুলাই গণ-অভ্যুত্থানের নেতা বিপ্লবী ওসমান হাদী আর নেই

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী হিসেবে পরিচিত শরীফ মো. ওসমান হাদী আর নেই। তিনি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গণমাধ্যমকে আজ রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসমান হাদীর নিউরোসার্জারি টিমের সদস্য ডা. মো. আব্দুল আহাদ।

তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ওসমান হাদীর ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকেও তার মৃত্যুর খবর জানানো হয়। ওই পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।

জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ওসমান হাদী ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে সক্রিয় ছিলেন। পাশাপাশি তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবেও আলোচনায় ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারী ও সমর্থকেরা শোক প্রকাশের পাশাপাশি তার সংগ্রাম ও আদর্শ স্মরণ করছেন।

ওসমান হাদী আর নেই,বিপ্লবী ওসমান হাদী,জুলাই গণ-অভ্যুত্থানের নেতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত