ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

গণভোটে অংশগ্রহণ বাড়াতে শুক্রবার থেকে উঠান বৈঠক

গণভোটে অংশগ্রহণ বাড়াতে শুক্রবার থেকে উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে শুক্রবার থেকে প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক হবে। ভোটারদের বিশেষ করে প্রথমবারের মতো যারা ভোটার হয়েছেন সে সব তরুণদের অনুপ্রাণিত করতে ‘ভোটালাপ’ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। জেলা তথ্য অফিসগুলোর উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে গণভোটে অংশ নিতে উদ্বুদ্ধ করা হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে জেলা তথ্য অফিসসমূহের প্রচার কাজের অগ্রগতি পর্যালোচনা বৈঠকে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত হয়। তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এতে প্রধান অতিথি ছিলেন। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বৈঠকে সভাপতিত্ব করেন। জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এতে মাঠ পর্যায়ের ৬৮ তথ্য অফিসের প্রধানরা অংশগ্রহণ করেন।

তথ্য সচিব বলেন, এবারের গণভোটকে বিশেষভাবে চিহ্নিত করতে সকল ভোটারের অংশগ্রহণ প্রয়োজন। ভোটারদের উজ্জীবিত করার গুরুদায়িত্ব তথ্য অফিসগুলোকেই পালন করতে হবে। জনগণকে ভোটদানের উপকারিতা জানাতে হবে। ন্যায় ও আইনের শাসন নিশ্চিত করতে হলে সবাইকে গণভোটে অংশ নিতে হবে। গণভোটের প্রচারে আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিনির্ভর কনটেন্ট এবং বক্তব্য তুলে ধরতে হবে। গণভোট ও নির্বচনী আচরণবিধি সম্পর্কে ভোটার সচেতনতা বাড়াতে ‘টেন মিনিট ব্রিফ’ কর্মসূচি গ্রহণের তাগিদ দেন তিনি। এ কর্মসূচির আওতায় গ্রামের ছোট ছোট বাজারে দাঁড়িয়ে ১০ মিনিট নির্বাচন সংক্রান্ত করণীয় এবং বর্জনীয় সম্পর্কে বক্তৃতা ও প্রচারপত্র বিতরণের নির্দেশনা দেন সচিব।

বৈঠকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, নির্বাচনী আচরণবিধি, গণভোট সম্পর্কে তরুণ ভোটারদের উৎসাহ ও নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে গণযোগাযোগ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা নিরলস কাজ করছেন। ইতোমধ্যে গণভোট সংক্রান্ত ১০টি সংগীতের রেকর্ডিং এর কাজ চলছে। শিগগিরই এসব সংগীত মাঠ পর্যায়ে পরিবেশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কনটেন্টও মাঠ পর্যায়ে প্রচার করা হচ্ছে।

আবা/এসআর/২৫

গণভোট,অংশগ্রহণ,বৈঠক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত