অনলাইন সংস্করণ
১৬:১৫, ১৯ ডিসেম্বর, ২০২৫
সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে শরিফ ওসমান হাদির মরদেহবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে মরদেহ বহনকারী ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে উড্ডয়ন করে।
নির্ধারিত সময়ের আগেই বিকেল ৫টা ৪৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণের কথা রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান–পরবর্তী সময়ের সবচেয়ে আলোচিত তরুণ কণ্ঠ শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে থেমে যায় তার হৃদস্পন্দন, শেষ হয় এক সাহসী ও সংগ্রামী জীবনের পথচলা।
এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সে সময় চিকিৎসকরা তার অবস্থাকে অত্যন্ত সংকটজনক বলে উল্লেখ করেন।
উন্নত চিকিৎসার আশায় সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল পর্যন্ত দীর্ঘ চিকিৎসাযাত্রা শেষে আর জীবিত অবস্থায় দেশে ফেরা হয়নি তার।