ঢাকা বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত, যা বললো ডিএমপি

মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত, যা বললো ডিএমপি

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এই ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ কোনও সংগঠনের ‘পরিকল্পিত সন্ত্রাস’ হিসেবে দেখছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিবৃতিতে ডিএমপি জানিয়েছে, এটি নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত ও ধারাবাহিক ককটেল সন্ত্রাসেরই অংশ; যার উদ্দেশ্য জনমনে ভীতি ও আতঙ্ক ছড়ানো।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপির (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ ঘটিকার সময় ঢাকার মগবাজার ফ্লাইওভার হতে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের ছোঁড়া বিস্ফোরক দ্রব্যের আঘাতে সিয়াম মজুমদার (২১) নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, নিহত সিয়াম স্থানীয় একটি মোটরকার ডেকোরেশন দোকানে কাজ করেন এবং ঘটনার সময় তিনি মগবাজার নিউ ইস্কাটন রোডস্থ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সামনে রাস্তার ওপর দাঁড়ানো ছিলেন। ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আবা/এসআর/২৫

ককটেল,যুবক,ডিএমপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত