ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়‌টি গুজব: ড. খলিলুর

স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়‌টি গুজব: ড. খলিলুর

স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি স্পষ্টভাবে বলেন, এটা গুজব।

সোমবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ড. খলিলুর রহমান।

তিনি জানান, তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার যে আলোচনা চলছে, তা শুধুই গুজব।

উল্লেখ, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে—এমন সংবাদ দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়।

এরই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে গত ২৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা,ড. খলিলুর রহমান,গুজব,নিরাপত্তা উপদেষ্টা,শরিফ ওসমান হাদি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত