অনলাইন সংস্করণ
১৫:৪২, ৩০ ডিসেম্বর, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন সমকালীন সব রাজনৈতিক নেত্রীর মধ্যে অন্যতম মর্যাদাবান ব্যক্তিত্ব। তিনি কেবল একজন নেতা নন, বরং প্রতিরোধের প্রতীক এবং সর্বোচ্চ স্তরের দেশপ্রেমিক হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।
শফিকুল আলম আরও বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন নির্ভীক ও আপসহীন। দেশের সবচেয়ে সংকটময় সময়ে তিনি মানুষের মনে আশার আলো জ্বালিয়েছেন। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের আত্মপরিচয় ও আত্মমর্যাদার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
প্রেস সচিব বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং তার চিরশান্তি প্রত্যাশা করেন।