অনলাইন সংস্করণ
১৩:০০, ৩১ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আইয়াজ সাদিক।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি ঢাকায় আগমন করেন। ঢাকার পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা পরিচালনা করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব।
বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে পাকিস্তানসহ ভারত, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিরা আজ ঢাকায় এসেছেন বলে জানা গেছে।