ঢাকা সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

পবিত্র শবে বরাত কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

পবিত্র শবে বরাত কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

পবিত্র শবে বরাত কবে পালিত হবে—তা জানা যাবে আজ (সোমবার)। এ উপলক্ষে সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) শাবান মাসের চাঁদ দেখতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

রোববার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ জন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে চাঁদ দেখার তথ্য জানানো যাবে।

উল্লেখ্য, শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) পবিত্র শবে বরাত পালিত হয়। শাবান মাস শেষ হলেই মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হয়।

চাঁদ দেখা গেলে সোমবার শাবান মাস গণনা শুরু হবে এবং সে অনুযায়ী মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস শুরু হবে। সে ক্ষেত্রে পবিত্র শবে বরাত পালিত হবে আগামী ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে।

আর চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শাবান মাস শুরু হবে বুধবার (২১ জানুয়ারি)। সে ক্ষেত্রে পবিত্র শবে বরাত পালিত হবে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে।

পবিত্র শবে বরাত,চাঁদ দেখা কমিটি,ধর্ম উপদেষ্টা,ইসলামিক ফাউন্ডেশন,রমজান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত