ঢাকা সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

পেট্রোবাংলার গ্যাস বিল পরিশোধে শীর্ষে তিতাস গ্যাস

পেট্রোবাংলার গ্যাস বিল পরিশোধে শীর্ষে তিতাস গ্যাস

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর বোর্ড রুমে পেট্রোবাংলার আওতাধীন গ্যাস সরবরাহকারী, বিতরণকারী ও কনডেনসেট বিতরণকারী কোম্পানিসমূহকে সম্মাননা প্রদান করা হয়েছে। ২০২৫ পঞ্জিকাবর্ষে পেট্রোবাংলার পাওনা পরিশোধে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।

গত ১৫ জানুয়ারি আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব মো. রেজানুর রহমান।

অনুষ্ঠানে দুইটি ক্যাটাগরিতে কোম্পানিসমূহকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে সর্বোচ্চ অর্থ পরিশোধ করে প্রথম স্থান অর্জন করে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। এ উপলক্ষে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পেট্রোবাংলার চেয়ারম্যান।

অনুষ্ঠানে পেট্রোবাংলার অন্যান্য পরিচালকবৃন্দ, সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকগণসহ পেট্রোবাংলা ও এর আওতাধীন বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পেট্রোবাংলা,সম্মাননা,তিতাস গ্যাস,শীর্ষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত