অনলাইন সংস্করণ
১৯:৫৩, ২৯ জানুয়ারি, ২০২৬
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানানোর কোনো প্রকল্প সরকার অনুমোদন করেনি।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি দৈনিকে ‘মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানাবে সরকার, সুইমিংপুলসহ আরও কী কী থাকছে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অসত্য। প্রতিবেদনে যেসব পরিকল্পনা বা সিদ্ধান্ত উল্লেখ করা হয়েছে, সরকার এ ধরনের কোনো প্রকল্প অনুমোদন করেনি।
প্রকৃত তথ্য হলো, গণপূর্ত অধিদপ্তর এরূপ একটি প্রস্তাবনা করেছিল, তবে মন্ত্রণালয় থেকে এটি বিবেচিত হয়নি।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ ধরনের প্রতিবেদন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ভবিষ্যতে এমন তথ্যবিকৃত প্রতিবেদন প্রকাশ না করার জন্য সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়েছে।