ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

৪০ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপণ জারি

৪০ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপণ জারি

বাংলাদেশ পুলিশের ৪০ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মাহবুবুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ষষ্ঠ গ্রেড (টাকা ৩৫,৫০০-৬৭,০১০/-) অনুযায়ী অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হলো।

পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপণ জারি,পদোন্নতি,৪০ পুলিশ কর্মকর্তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত