ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফ্যাক্টরি বন্ধ, শেয়ার মার্কেটে ধস, ব্যাংক কলাপস - এসব অস্বাভাবিক ব্যাপার চলতে পারে না : তারেক রহমান

ফ্যাক্টরি বন্ধ, শেয়ার মার্কেটে ধস, ব্যাংক কলাপস - এসব অস্বাভাবিক ব্যাপার চলতে পারে না : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বাস্থ্য সুবিধা না পাওয়া, একের পর এক কারখানা বন্ধ হওয়া, শেয়ার বাজারে ধস নামা, বিভিন্ন ব্যাংকের শাটডাউনের মতো অস্বাভাবিক ব্যাপার দেশে ঘটছে। এভাবে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি। এ পরিস্থিতির উন্নয়নে দেশে গণতন্ত্রের বিকল্প নেই বলে উল্লেখ করেছেন তারেক রহমান। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বক্তব্যে জানান, দেশের বর্তমান অবস্থা স্বাভাবিক নয়। এমন অস্বাভাবিকভাবে দেশকে চলতে দেয়া যাবে না।

তারেক রহমান বলেন, ‘পত্রিকার পাতা খুললে আমরা দেখেছি, এর মধ্যে বহু ষড়যন্ত্র চলছে সত্যটা যেন প্রকাশ না পায়। কিন্তু পেটের ক্ষুধা কিন্তু বাস্তবের কথা বলে, খালি পকেট বাস্তব কথা বলে। পত্রিকার পাতায় আমরা দেখি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের বিভিন্ন সমস্যা। মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, দেশি হোক, বিদেশি হোক, বিনিয়োগকারীরা বলছে আমরা বিনিয়োগ করবো না, করতে চাই না। হাসপাতালগুলোতে ঠিকভাবে চিকিৎসার সুবিধা নেই। অনেক জায়গায় স্কুল-কলেজগুলোতে সঠিকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে না। রাস্তায় বের হলে ছিনতাই তো আছেই কিন্তু অ্যাক্সিডেন্টের হাত থেকে সুস্থ শরীরে ফিরে আসা যাবে কি না সেটারও কিন্তু গ্যারান্টি নেই। খুব সম্ভব গতবছরও বাংলাদেশের সাত হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনাতেই মারা গিয়েছে। এটা একটা অস্বাভাবিক ব্যাপার, এত সড়ক দুর্ঘটনা কেন হবে বাংলাদেশে।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য সুবিধায় ঠিকমতো কেন মিনিমাম বেসিক সুবিধাটাও পাব না? এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এত মিল ফ্যাক্টরি কেন ধাপাধাপ বন্ধ হয়ে যাচ্ছে, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এভাবে শেয়ার মার্কেট কেন ক্র্যাশ ডাউন করছে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার। ব্যাংকের পর ব্যাংক শাটডাউন করছে, ক্লোজডাউন করছে, কলাপস করছে। এ অস্বাভাবিক ব্যাপার তো এভাবে চলতে পারে না। এ অস্বাভাবিক ব্যাপার চলতে দেয়া যেতে পারে না। এ অস্বাভাবিক ব্যাপার যদি পরিবর্তন করে দেশকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হয়, তাহলে গণতন্ত্রের কোনো বিকল্প নেই, নেই এবং নেই।’

তারেক রহমান,ব্যাংক কলাপস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত