অনলাইন সংস্করণ
১০:২৮, ১২ ডিসেম্বর, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে ঝুলিয়ে রাখা ব্যানার, পোস্টারসহ সব ধরনের নির্বাচনী প্রচারসামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে দলীয় দায়িত্বশীল ও কর্মীদের নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নির্বাচনকে সুষ্ঠু ও সফল করতে যৌক্তিক সব সহযোগিতার প্রস্তুতির কথা উল্লেখ করে প্রচার উপকরণ অপসারণের আহ্বান জানান।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানাই।’
এর আগে বৃহস্পতিবার নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। দেশে নির্বাচনমুখী পরিবেশ তৈরি হওয়ায় সম্ভাব্য প্রার্থীরা ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও অন্যান্য প্রচারসামগ্রী টানালেও সেগুলো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশনা দেয় নাসির উদ্দিন কমিশন।
১০ ডিসেম্বর নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্থানীয় সরকার বিভাগের সচিবকে এ বিষয়ে চিঠি পাঠান। সেখানে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের অংশ হিসেবে তফসিল ঘোষণা হয়েছে।
সম্ভাব্য প্রার্থী বা সংশ্লিষ্টদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, ঘের, প্যান্ডেল, আলোকসজ্জা ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
এই নির্দেশনা বাস্তবায়নের জন্য সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।