ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের সৌজন্য বৈঠক

মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের সৌজন্য বৈঠক

মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।

প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি মঙ্গোলিয়ার অনারারি কনসাল জেনারেল নাসরিন ফাতেমা আউয়ালও উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হকও বৈঠকে অংশ নেন।

বিএনপির একাধিক নেতা জানান, এটি সৌজন্য সাক্ষাৎ হলেও বাংলাদেশ–মঙ্গোলিয়া সম্পর্ক, বর্তমান রাজনৈতিক পরিবেশ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রদূত আগ্রহ প্রকাশ করেন।

আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির যোগাযোগ বাড়ানোর সাম্প্রতিক তৎপরতার অংশ হিসেবেও এ সাক্ষাৎকে দেখা হচ্ছে।

সাক্ষাৎ শেষে কোনো পক্ষই আলাদাভাবে গণমাধ্যমের সামনে মন্তব্য করেননি। তবে দলীয়ভাবে এটিকে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

সৌজন্য বৈঠক,বিএনপি মহাসচিব,মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত