ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আচরণবিধি মানতে সমাবেশ স্থগিত করল জামায়াত

আচরণবিধি মানতে সমাবেশ স্থগিত করল জামায়াত

নির্বাচনি আচরণবিধি মেনে শুক্রবারের (১২ ডিসেম্বর) সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামী। ঢাকা আলিয়া মাদরাসা মাঠে সমাবেশের সব আয়োজন সম্পন্ন থাকা সত্ত্বেও দলটির আমিরের সিদ্ধান্তে তা স্থগিত করা হয়েছে।

তবে সমাবেশের খবরকে কেন্দ্র করে সকালে পুরান ঢাকার আলিয়া মাদরাসা মাঠে স্থানীয় নেতাকর্মীদের ভিড় দেখা যায়।

সমাবেশ স্থগিতের ঘোষণা শোনার পর তারা জানান, তফসিল ঘোষণার পর নির্বাচনি আচরণবিধির প্রতি শ্রদ্ধা রেখে দলের এই সিদ্ধান্তে তারা সন্তুষ্ট।

এর পাশাপাশি নির্বাচনি আচরণবিধি মেনে ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ নির্দেশনা দেন।

পোস্টে তিনি লিখেছেন, গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার প্রস্তুতির কথা উল্লেখ করেন তিনি।

ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ সরিয়ে নিতে দেশের সব পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের আহ্বান জানান তিনি।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

স্থগিত করল জামায়াত,সমাবেশ স্থগিত,আচরণবিধি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত