অনলাইন সংস্করণ
১৬:৫৭, ১২ ডিসেম্বর, ২০২৫
ঢাকার বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছুটে যান এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটে ঢামেকে পৌঁছান তিনি। এসময় উপস্থিত কিছু লোকজন ভুয়া-ভুয়া স্লোগান দিতে থাকেন।
এর আগে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢামেকে নিরাপত্তা জোরদার করা হয়। হাসপাতালে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জরুরি বিভাগের প্রবেশমুখে সেনা সদস্যরা অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন।
ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, নির্বাচনি পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।