ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান

৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয়। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বনানীর হোটেল শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, সব আশা পূরন সম্ভব না হলেও দেশের মানুষ স্বপ্ন দেখছে। সবাই যদি স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে জাতিকে সঠিক পথে নেয়া সম্ভব।

সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় উপস্থিত রয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।

বিএনপির চেয়ারম্যান,তারেক রহমান,সংবাদমাধ্যম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত