
প্রায় ২২ বছর পর সিলেট সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম নির্বাচনি জনসভা। এ সফরের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি।
আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে জনসভা। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভার প্রথমেই সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনের প্রার্থীদের জনগণের সামনে পরিচয় করিয়ে দেবেন তিনি।
আজ বুধবার রাতে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। পরদিন সকালে হযরত শাহজালাল (রহ:) ও হযরত শাহপরান (রহ:) এর মাজার জিয়ারত করবেন। এরপর আলিয়া মাদরাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি।
এদিকে তারেক রহমানের সফর উপলক্ষে সিলেট নগরীতে উৎসবের পরিবেশ বিরাজ করছে। নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি, ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে। সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা আশা করছেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার কয়েক লাখ মানুষ এই জনসভায় যোগ দেবেন।
জনসভাস্থল আলিয়া মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বিশাল মঞ্চ ও সাউন্ড সিস্টেমের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। জনসভার শৃঙ্খলা রক্ষায় তৎপরভাবে কাজ করছেন স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে জেলা ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জনসভাস্থল ও এর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে। মাজার জিয়ারতকালে মাজার কর্তৃপক্ষও তাকে স্বাগত জানাতে প্রস্তুত।
তারেক রহমানের সিলেট সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় রাজনীতিতে তার আগমন কী প্রভাব ফেলবে, সেদিকেই নজর সবার।