ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছে লেবার পার্টি

জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছে লেবার পার্টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত জামায়াত নেতৃত্বাধীন ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ লেবার পার্টি। এতে করে জোটটির সদস্য সংখ্যা আবার ১১-এ পৌঁছাবে বলে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বক্তব্যে নিশ্চিত হওয়া গেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিদায়ের পর শূন্যস্থান পূরণে লেবার পার্টির যোগদান নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে।

গতকাল শুক্রবার কক্সবাজারে অনুষ্ঠিত এক পথসভায় ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. হামিদুর রহমান আযাদ এ তথ্যের ইঙ্গিত দেন।

তিনি বলেন, আগামীকাল শনিবার আরও একটি দল যুক্ত হবে। সে কারণে জোটটি ১১ দলীয় ঐক্যে রূপ নেবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, কথাবার্তা চলছে এবং ১০ দলীয় জোটে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। শীঘ্রই এ বিষয়ে জানা যাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, তিনি নিজে এবারের নির্বাচনে প্রার্থী না হলেও তার দলের ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, কথাবার্তা হচ্ছে এবং ১০ দলীয় জোট বড় হচ্ছে। অন্তত একটি দল জোটে যুক্ত হওয়া নিশ্চিত।

প্রসঙ্গত, গত জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে ইসলামপন্থি দলগুলোর ঐক্য জোরদার হয়। প্রথমে আট দল নিয়ে যাত্রা শুরু করে জোটটি। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও আমার বাংলাদেশ পার্টি যোগ দিলে তা ১১ দলীয় জোটে পরিণত হয়। তবে আসন বণ্টন নিয়ে মতবিরোধের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ গত ডিসেম্বরে জোট থেকে সরে দাঁড়ায় এবং জোটটি ১০ দলে সীমাবদ্ধ হয়।

দীর্ঘদিন বিএনপির যুগপৎ আন্দোলনের মিত্র থাকলেও নির্বাচনে প্রত্যাশিত আসন না পাওয়ায় লেবার পার্টি পৃথক পথ বেছে নেয়। এবার তারা জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হতে চলেছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া আনুষ্ঠানিক প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশন ইতিমধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছে।

লেবার পার্টি,জামায়াত নেতৃত্বাধীন জোট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত