ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ধানের শীষ জয়ী হলে এক কোটি লোকের কর্মসংস্থান হবে: ফখরুল

ধানের শীষ জয়ী হলে এক কোটি লোকের কর্মসংস্থান হবে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে ধানের শীষ জয়ী হলে এক কোটি লোকের কর্মসংস্থান নিশ্চিত হবে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে তিনি এ কথা জানান। তিনি ভোটারদের ভয়ভীতি উপেক্ষা করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, আগে নির্বাচনে দুটো প্রধান প্রতিদ্বন্দ্বী পক্ষ ছিল—নৌকা ও ধানের শীষ। তবে এবার নৌকা নেই। রাজনৈতিক পরিস্থিতির কারণে নৌকা বিএনপির কাছে নেই এবং নতুন একটি দল এসেছে।

তিনি জামায়াতের ইতিহাসের প্রসঙ্গ তুলে বলেন, ১৯৭১ সালে জামায়াত মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে দেশ স্বাধীন হলেও জামায়াত জনগণের বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছিল এবং লুটপাট করেছিল। বিএনপি স্বাধীনতার পক্ষে থেকে দেশের উন্নয়নে বিশ্বাসী।

মির্জা ফখরুল ভোটারদের জানান, ধানের শীষের ভোটে তাদের আস্থা রাখা প্রয়োজন।

তিনি বলেন, বিজয়ী হলে পরিবারগুলিকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যা মা-বোনদের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করবে। এই কার্ডের মাধ্যমে তারা চাল-ডাল, স্বাস্থ্য ও শিক্ষা সেবা পাবে। এছাড়া কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার ও বিষ পাওয়া সম্ভব হবে।

ফখরুল,কোটি লোকের কর্মসংস্থান,ধানের শীষ জয়ী হলে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত