ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামে তারেক রহমানের নির্বাচনী সমাবেশ, পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ঢল

চট্টগ্রামে তারেক রহমানের নির্বাচনী সমাবেশ, পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ঢল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে।

রোববার (২৫ জানুয়ারি) ভোর থেকেই দলবেঁধে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। অনেকে আবার আগের রাত থেকেই মাঠে অবস্থান নেন। দীর্ঘ প্রায় দুই দশক পর দলের প্রধানের চট্টগ্রাম আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। পলোগ্রাউন্ড মাঠ ও আশপাশের এলাকা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে।

সকাল সাড়ে ৭টার দিকে সরেজমিনে দেখা যায়, মাঠের সামনের অংশে নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে লোকসমাগম আরও বাড়ছে। আগে আসা নেতাকর্মীরা জানান, দলের চেয়ারম্যানকে কাছ থেকে একনজর দেখার প্রত্যাশায় তারা সকাল থেকেই মাঠে এসেছেন।

দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান হিসেবে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছান তারেক রহমান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৭ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে যান এবং সেখানেই রাত্রিযাপন করেন।

দলীয় সূত্র জানায়, রোববার বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মঞ্চসহ পুরো সমাবেশ এলাকা তিন স্তরের নিরাপত্তা বলয়ে ভাগ করা হয়েছে— রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন।

মঞ্চ এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে শুধুমাত্র বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন। মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিক ও নারীদের জন্য পৃথক ব্লক থাকবে। পুরো মাঠকে রাখা হয়েছে গ্রিন জোনের আওতায়।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সফরে যান। সে সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা উপলক্ষে নগরীর লালদিঘী ময়দানে আয়োজিত এক জনসভায় তিনি বক্তব্য দেন।

বিএনপির চেয়ারম্যান,তারেক রহমান,পলোগ্রাউন্ড মাঠ,নির্বাচনী সমাবেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত