ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ছেলেদের ঈদ ফ্যাশন

উৎসব বা পার্বণে ছেলেদের জন্য পাঞ্জাবি পরা অনেকটা অলিখিত নিয়মে দাঁড়িয়েছে বলা যায়। তাই দেশের যেকোনো উৎসব বা পার্বণে দেশীয় ফ্যাশন হাউসগুলো অন্য পোশাকের পাশাপাশি পাঞ্জাবিকে প্রাধান্য দিয়ে থাকে-গাজী মুনছুর আজিজ
ছেলেদের ঈদ ফ্যাশন

উৎসব বা পার্বণে ছেলেদের জন্য পাঞ্জাবি পরা অনেকটা অলিখিত নিয়মে দাঁড়িয়েছে বলা যায়। তাই দেশের যেকোনো উৎসব বা পার্বণে দেশীয় ফ্যাশন হাউসগুলো অন্য পোশাকের পাশাপাশি পাঞ্জাবিকে প্রাধান্য দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আসছে ঈদুল ফিতর উপলক্ষে ফ্যাশন হাউসগুলো এনেছে নানা রং ও নকশার পাঞ্জাবি। ফ্যাশন হাউসগুলো ঘুরে দেখা গেল এসব পাঞ্জাবির রঙে ও নকশায় রয়েছে উৎসবের ছাপ। যদিও একেক ফ্যাশন হাউস একেক বিষয় নিয়ে কজ করেছে। তবে সবার বেলাতেই প্রাধান্য পেয়েছে উৎসবের আমেজ।

প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষ্যে থিমনির্ভর কালেকশন তৈরি করেছে রঙ বাংলাদেশ। প্রতিষ্ঠানটির কর্ণধার সৌমিক দাস জানান, অরিয়েন্টাল রাগ ও ট্রাক আর্ট থিমে তৈরি হয়েছে তাদের এবারের উৎসব সংগ্রহের নকশা উপাদান। ছেলেদের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট সবই রয়েছে এ কালেকশনে। পোশাক নকশায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সংস্কৃতি ও ধর্মীয় আবহ। পাশাপাশি সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ডও। এ কালেকশন তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। ডিজাইনে বিভিন্ন ধরনের কটন, লিনেন, হাফসিল্ক, জর্জেট, নেট, মসলিন, বলাকা সিল্ক, অ্যান্ডি সিল্ক কাপড় দিয়ে পোশাকগুলো করা হয়েছে।

লা রিভ ঈদ উপলক্ষে রিবার্থ শিরোনামে তাদের পোশাক হাজির করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মন্নুজান নার্গিস বলেন, মোটিফ, প্যাটার্ন, সিলয়েট থেকে শুরু করে প্রিন্ট স্টোরি, লা রিভের ঈদ পোশাক ডিজাইন করার প্রতিটি ধাপে আমরা ব্যতিক্রমী, একদম নতুন কিছু করার চেষ্টা করেছি। শুধু পাঞ্জাবির বেলায় নয়, তাদের এসব মোটিফ দেখা যাবে শার্টের নকশায়ও। মূলত একটি থিম বা মোটিফকেই ফ্যাশন হাউসগুলো তাদের সব পোশাকে উপস্থাপন করে। ফলে পাঞ্জাবি বা শার্ট বা টি-শার্ট একই রঙের বা নকশারও পাওয়া যাবে। এমনকি ফ্যাশনগুলো একই নকশা ও রং পরিবারের সব বয়সির পোশাকের বেলায়ও ব্যবহকার করেছে। ফলে চাইলে পরিবারের সবাই একই রং বা নকশার পোশাকও পরতে পারবেন। উৎসব বা পার্বণে অনেকে পাঞ্জাবি পছন্দ করলেও কেউ কেউ বারো মাসের জন্য শার্টকেই প্রাধান্য দেন। বাজারে ঈদের জন্য আনা অধিকাংশ শার্ট বা পাঞ্জাবি তৈরি সুতি কাপড়ে। পাশাপাশি আছে লিলেন, সিল্ক, অ্যান্ডি, ভয়েলসহ নানা কাপড়ের। আর সাদাকালো হাউস বাদে অন্য প্রায় সব হাউসের পোশাকের রং নানা মাত্রার। অনেকেই আছেন, বারো মাস শার্ট পরলেও উৎসব বা অনুষ্ঠান উপলক্ষে পাঞ্জাবি পরতে ভালো লাগে। কারণ এতে এক ধরনের উৎসবের আমেজ ও শুভ্রতা পাওয়া যায়।

পাঞ্জাবি বা শার্ট যারা কম পরেন তাদের অনেকে টি-শার্টেই খোঁজেন সব ঋতু বা উৎসবের আমেজ। সেজন্য অনেক ফ্যাশন হাউস বছরের সব ঋতু বা উৎসবেই আনেন নতুন নতুন নকশার টি-শার্ট। এসব টি-শার্টেও আছে ঈদের আমেজ। শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিত্যউপহার, মেঘ, আর্টিজ্যান, বালুচর, পলো প্লাস, বার্ডস আইসহ বিভিন্ন ফ্যাশন হাউজে টি-শার্ট পাওয়া যাবে। দাম ৩৮০ থেকে ৫৮০ টাকা। আর পাঞ্জাবি ও শার্ট পাওয়া যাবে আড়ং, দেশীদশের ফ্যাশন হাউস নিপুণ, সাদাকালো, কে ক্র্যাফট, রঙ বাংলাদেশ, অঞ্জন’স, বাংলার মেলা, বিবিয়ানা, নগরদোলা, দেশাল বা সৃষ্টিতে। লা রিভ, জেন্টল পার্ক, ক্যাটস আইসহ বিভিন্ন ব্র্যান্ডেও পাঞ্জাবি, শার্ট, পলো শার্ট বা টি-শার্ট পাবেন। পাঞ্জাবির দাম ১ হাজার ২৫০ থেকে ৪ হাজার ৮০০, শার্ট দাম ১ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত