ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

পোশাকে ঈদুল আজহার উৎসব

গাজী মুনছুর আজিজ
পোশাকে ঈদুল আজহার উৎসব

আর কয়েকদিন পরেই ঈদুল আজহা। আর ঈদ মানেই নতুন পোশাক, নতুন জুতা, সব মিলিয়ে নতুনের উৎসব। যদিও ঈদুল আজহায় সবাই কোরবানি নিয়ে ব্যস্ত থাকেন। তবুও নতুন পোশাক কিনে থাকেন অনেকে। বিশেষ করে ছোটদের বেলায় সব ঈদেই চাই নতুন পোশাক। আর সেজন্য দেশীয় ফ্যাশন হাউসগুলো এরই মধ্যে ঈদুল আজহা উপলক্ষে এনেছে নতুন নতুন ডিজাইনের পোশাক। তবে ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় পোশাক নিয়ে মাতামাতি একটু কমই থাকে। ফ্যাশন হাউসগুলো ছোট-বড় সবার জন্যই নতুন নকশার পোশাক এনেছে। অন্য বছরের তুলনায় এবারের পোশাকের প্যাটার্ন বা কাটিংয়ে যেমন রয়েছে নতুনত্ব, তেমনি রঙের বেলায়ও আছে ভিন্নতা। দেশীয় ফ্যাশনের অন্যতম ব্র্যান্ড আড়ং এরই মধ্যে ঈদুল আজহার পোশাকের খবর পৌঁছে দিয়েছে মানুষের কাছে। আড়ংয়ের পাশাপাশি তাগা ও তাগাম্যানও ঈদুল আজহা উপলক্ষে এনেছে বৈচিত্র্যময় রং ও নকশার পোশাক।

দেশীদশের নিপুণ, বাংলার মেলা, সাদাকালো, বিবিয়ানা, কে ক্র্যাফট, রঙ বাংলাদেশ, অঞ্জন’স, নগরদোলা ও দেশালেও ঈদুল আজহা উপলক্ষে নতুন পোশাক এসেছে। এসব পোশাক সব বয়সি নারী-পুরুষ ও শিশুদের জন্য আনা হয়েছে। এছাড়া উৎসব বা পার্বণে ছেলেদের জন্য পাঞ্জাবি পরা অনেকটা অলিখিত নিয়মে দাঁড়িয়েছে। তাই দেশের যেকোনো উৎসব বা পার্বণে দেশীয় ফ্যাশন হাউসগুলো অন্য পোশাকের পাশাপাশি পাঞ্জাবিকে প্রাধান্য দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশীদশ ও অন্য ফ্যাশন হাউসগুলো এনেছে নানা রং ও নকশার পাঞ্জাবি।

পাঞ্জাবির পাশাপাশি এসব ফ্যাশন হাউস ঈদুল আজহা উপলক্ষে এনেছে নানা নকশার শার্ট। পাঞ্জাবি বা শার্ট ছাড়া অনেকে টি-শার্ট বা পোলো শার্টেই খোঁজেন সব ঋতু বা উৎসবের আমেজ। সেজন্য অনেক ফ্যাশন হাউস বছরের সব ঋতু বা উৎসবেই আনেন নতুন নকশার টি-শার্ট বা পোলো শার্ট। এসব টি-শার্ট বা পোলো শার্টেও আছে ঈদের আমেজ।

এবারের ঈদে লা রিভ ‘রেসিপ্রোসিটি’ বা পারস্পরিকতা শীর্ষক কালেকশন এনেছে। মূলত প্রকৃতি ও মানুষের সম্পর্কটা পারস্পরিক নির্ভরতার। প্রকৃতি আমাদের দিয়েছে দু’হাত ভরে। আমাদের জীবনযাপন, প্রযুক্তি ও ফ্যাশনেও ঠাঁই পেয়েছে প্রকৃতি। প্রকৃতি ও প্রযুক্তির এ যুগলবন্দিকে অণুপ্রেরণায় রেখে লা রিভ লঞ্চ করেছে ঈদুল আজহার কালেকশন; যার নাম দেওয়া হয়েছে ‘রেসিপ্রোসিটি’ বা পারস্পরিকতা। কালেকশনের প্রিন্ট, মোটিফ, প্যাটার্ন ও কাপড় নির্বাচনে প্রকৃতি ও প্রযুক্তির পারস্পরিক সম্পর্ককেই ফুটিয়ে তুলেছে লা রিভ। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, বিশ্বফ্যাশনে হাইটেক ফ্যাশনের ট্রেন্ড জনপ্রিয় হয়ে উঠছে। কিছুদিন আগেই একটি ভার্চুয়াল-রিয়েলিটি প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হলো মেটাভার্স ফ্যাশন উইক। সেখানেও প্রকৃতি থেকে বাছাই করা এলিমেন্টগুলি হাইলাইট করা হয়েছে। প্রযুক্তির কল্যাণে এ মুহূর্তে প্রাকৃতিক তন্তুর চাইতেও বেশি আরামদায়ক, টেকসই ও ফ্যাশনেবল কাপড় বোনা সম্ভব। তেমনই কিছু কাপড় যেমন মসলিন-ব্লেন্ড, ভিসকোস ব্লেন্ড, নাইলন-কটন ব্লেন্ড, লেসি-স্ট্রাকচার, পলিস্টার-কটন ব্লেন্ড, রামি, কটন ও হেম্প ব্লেন্ড ও কটন মোডাল ফেব্রিকে নেচার-ইন্সপায়ার্ড প্রিন্ট স্টোরি ও হাইটেক নিয়ন কালার দিয়ে ঈদের নতুন কালেকশন সাজিয়েছে লা রিভ। কালেকশনে আছে নারী, পুরুষ ও শিশুদের পোশাক। লা রিভের ১৯টি স্টোরে পাওয়া যাবে। এছাড়া অনলাইনে কেনা যাবে তাদের পোশাক। এছাড়া কোরবানির ঈদ উপলক্ষে ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ আয়োজন করেছে- কোরবানির হাঁকডাক। এ আয়োজনে আছে অরিয়েন্টাল রাগ থিমে তৈরি হয়েছে পোশাকের নকশা। একেবারে নতুন আঙ্গিকেই তৈরি করা হয়েছে এবারের পোশাক সম্ভার। পোশাক নকশায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সংস্কৃতি ও ধর্মীয় আবহ। পাশাপাশি সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ডও। ডিজাইনে বিভিন্ন ধরনের কটন, সøাব কটন, লিনেন, হাফসিল্ক, জর্জেট, সিকুয়েন্স, মসলিন, বলাকা সিল্ক, অ্যান্ডি সিল্ক কাপড় দিয়ে পোশাকগুলো করা হয়েছে। আউটলেটের পাশাপাশি অনলাইনেও কেনা যাবে তাদের পোশাক। অন্যদিকে শাহবাগের আজিজ সুপার মার্কেটের মেঘ, আর্টিজান, পোলো প্লাস, বালুচরসহ বিভিন্ন ফ্যাশন হাউসে এসেছে পাঞ্জাবি, টি-শার্ট ও পোলো শার্ট, সালোয়ার-কামিজ ও ছোটদের পোশাক।

ছেলেদের শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট বা পোলো শার্টের পাশাপাশি মেয়েদের কুর্তি বরাবরের মতোই জনপ্রিয়। সে ধারাবাহিকতায় আসছে ঈদুল আজহায়ও দেশীয় ফ্যাশন হাউসগুলো এনেছে নানা নকশার কুর্তি। বিশেষ করে যাদের সালোয়ার-কামিজ বা শাড়ির প্রতি আগ্রহ কম তারা বেশি পরছেন কুর্তি। এছাড়া হাল ফ্যাশনে কুর্তির দ্যুতিও বেশ ছড়াচ্ছে। অন্যদিকে এ সময়ে স্মার্ট লুক আনতে মেয়েরা জিনস, জেগিংস বা লেগিংসের সঙ্গে কুর্তি পরছেন হরহামেশা। বাজার ঘুরে প্রায় সব ফ্যাশন হাউসেই অন্য পোশাকের পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষে আনা কুর্তির সংগ্রহ রয়েছে বেশ। কুর্তির পাশাপশি এসব ফ্যাশন হাউসে ঈদুল আজহা উপলক্ষে এসেছে শাড়ি ও সালোয়ার-কামিজের সংগ্রহ। বরাবরের মতো এসব শাড়ি ও সালোয়ার-কামিজের রঙে ও নকশায়ও রয়েছে উৎসবের বর্ণিলতা। আড়ং, দেশীদশ, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, শাহবাগের আজিজ সুপার মার্কেটসহ বিভিন্ন ফ্যাশন হাউসে পাওয়া যাবে কুর্তি, শাড়ি, সালোয়ার-কামিজ। পরিবারের সবার জন্য এবারও এসেছে একই রং ও নকশার পোশাক। দেশীদশের ফ্যাশন হাউস নিপুণ, সাদাকালো, কে ক্র্যাফট, রঙ বাংলাদেশ, অঞ্জন’স, বাংলার মেলা, বিবিয়ানা, নগরদোলা, দেশাল ও সৃষ্টিতে যুগল পোশাক বা পরিবারের সবার জন্য একই রং ও নকশার পোশাক পাবেন। এছাড়া শাহবাগের আজিজ সুপার মার্কেটের মেঘসহ বিভিন্ন ফ্যাশন হাউসও ঈদুল আজহা উপলক্ষে এনেছে পরিবারের সব সদস্যের জন্য একই রং ও নকশার পোশাক। চাইলে মার্কেটে না গিয়ে ঘরে বসেও কিনতে পারেন ঈদুল আজহার পোশাক। এখন অনেক ফ্যাশন হাউসই অনলাইনে পোশাক বিক্রি করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত