ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রূপশৈলী

প্রাকৃতিক উপায়ে রূপচর্চা

প্রসাধনীর বদলে চাইলে প্রাকৃতিক উপায়ে করতে পারেন রূপচর্যা। এতে খরচ যেমন কম হবে, তেমনি পার্শ্বপ্রতিক্রিয়াও থাকবে না। লিখেছেন- সুমাইয়া আকতার
প্রাকৃতিক উপায়ে রূপচর্চা

আটা : আটা ত্বক পরিচর্যায় অনেক সহায়ক। ১ টেবিল চামচ পরিষ্কার আটা নিয়ে তার সঙ্গে গরুর কাঁচাদুধ, একটু কাঁচা হলুদ বাটা মিশিয়ে মুখে মেখে ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। আটা পানিতে ফুটিয়ে পেস্টের মতো করে মুখমণ্ডলে মাখলেও মুখের ছিট ছিট তিলে দাগ অনেক হালকা হয়ে যায়। বেসনের মতো আটা হাতে নিয়ে পানি দিয়ে পেস্ট করে মুখে সাবানের মতো মেখে মুখ পরিষ্কার করা যায়। দুধের সরের সঙ্গে আটা ও কাঁচা হলুদ মিশিয়ে মুখে মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

হলুদ : রূপচর্যায় হলুদের ভূমিকা অনেক। কাঁচা হলুদের রসও উপকারী। কাঁচা হলুদ বেটে তার সাঙ্গে অলিভঅয়েল মিশিয়ে গায়ে, হাতে এবং পায়ে মেখে প্রতিদিন গোসল করলে ত্বকের ফ্যাকাসে অনেকটই কমবে। কাঁচা হলুদের সঙ্গে দুধের সর মিশিয়ে মুখে মাখলে ব্রণও কমবে।

হলুদ লোমনাশক, নিয়মিত মাখলে শরীরের লোম বাড়ে না। কাঁচা হলুদ বাটার সঙ্গে নিমপাতা বেটে বড়ি বানিয়ে রোদে শুকিয়ে খেলে মুখে লিভার স্পট পড়ে না।

ডাব ও নারকেল : ডাবের পানিতে ১৯টি খনিজ উপাদান রয়েছে। ডাবের পানি খেলে ত্বকের কমনীয়তা বাড়ে। বসন্ত হলে কচি ডাবের পানি দিয়ে মুখ ধুলে দাগ চলে যায়। মুখে ব্রণের দাগ হলে ডাবের পানি দিয়ে ধুলে দাগ চলে যায় অনেকটা। একটু তুলো ডাবের পানিতে ভিজিয়ে মুখে লাগিয়ে শুকোতে দিন। এরপর হাত দিয়ে আস্তে আস্তে মুখ ঘষে নিন। এতে মুখের উজ্জ্বলতা আসবে, মুখের ত্বক কোমল ও মসৃণ হবে। ডাবের পানি দিয়ে চুল ধুলে চুলের উজ্জ্বলতা বাড়ে ও চুল পড়া কমে। একটা নারকেলের অর্ধেক নিয়ে কুরিয়ে আধাকাপ অথবা এককাপ গরম পানির সঙ্গে ভালো করে চটকে দুধ বের করে নিয়ে পরিষ্কার দুধের সঙ্গে একটা কাগজি লেবুর রস মিশিয়ে মাথায় বিলিকেটে চামড়ায় ভালোভাবে ম্যাসাজ করে ২০ থেকে ৩০ মিনিট রেখে হালকা গরম পানিতে চুল ধুয়ে নিন। এতে চুল ওঠা বন্ধ হবে।

গোলাপ জল : গ্লিসারিনের সঙ্গে সমপরিমাণ গোলাপ জল মিশিয়ে ঠোঁটে মাখলে ঠোঁট ফাটে না এবং ঠোঁটের রং সুন্দর হয়। আধাকাপ গোলাপ জল, একটা লেবুর রস, কয়েকফোঁটা মধু মিশিয়ে নিলে স্কিন ফ্রেশনার টনিক হয়ে যাবে।

মধু : কয়েক ফোঁটা মধু ও কাঁচাদুধ একত্রে মুখে মাখলে মুখের রং উজ্জ্বল, কোমল ও মসৃণ হয়। মধু ও বেসন একত্রে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে মেখে ১৫-২০ মিনিট রেখে হালকা গরম পানি ও পরে ঠান্ডা পানি দিয়ে ধুলে মুখের ত্বক খুব সুন্দর ও মসৃণ হয়। কয়েক ফোঁটা মধু, কয়েক ফোঁটা লেবুর রস, ১ চা চামচ গাজরের রস, ১ চা চামচ ছোলার ডালের বেসন একত্রে পেস্টের মতো করে মুখে মেখে ২০ থেকে ৩০ মিনিট রেখে স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে মুখ মসৃণ ও কোমল হয়ে উঠবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত