ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

বসন্ত উৎসব

বসন্ত উৎসবে রঙ বাংলাদেশ

বসন্ত উৎসবে রঙ বাংলাদেশ

পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে/বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে/কুহু কুহু শোনা যায়, কোকিলের কুহুতান, বসন্ত এসে গেছে। জনপ্রিয় এই বাংলা গান যেমন বসন্তের আগমনী বার্তা ছড়িয়ে দেয় চারিদিকে, একই ভাবে প্রতি বছর বসন্ত উৎসবের রঙকে আরো রঙিন করে তুলতে বাংলাদেশের অন্যতম ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’ও যেন ফ্যাশনপ্রিয় মানুষকে রাঙিয়ে তুলবার বার্তা ছড়িয়ে দিতে চায় তাদের নতুন ডিজাইনের বৈচিত্র্যময় পোশাকে।

ফ্যাশন সচেতন মানুষ তো তাকেই বলা যায়, যে মানুষ সময়ের সব রঙকে ধারণ ও বহন করে চলে, রঙ বাংলাদেশ এই সময়টাকেই তুলে আনতে সচেষ্ট থাকে তাদের সব পণ্যের মধ্য দিয়ে।

ব্যতিক্রমী নকশার পাশাপাশি ফেব্রিক্সেও আছে বৈচিত্র্য। হালফসিল্ক, কটন, জ্যাকার্ট কটন, মারসালাইস কটন এবং স্লাব ভিস্কাস কাপড়ে কমলা, গাঢ় হলুদ, হাল্কা হলুদ, অলিভ আর সাদা রঙের ব্যবহার, একই সঙ্গে আরাম, টেকসই ও ডিজাইনের সমন্বয় রঙ বাংলাদেশ এর বসন্তের পোশাককে অনন্যতা এনে দিয়েছে।

রঙ বাংলাদেশের সাবব্র্যান্ড ওয়েস্ট রঙ আর রঙ জুনিয়র এর পোশাকেও রয়েছে বসন্তের আমেজ।

রয়েছে শাড়ি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টপস, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রি-পিস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পায়জামা, মগসহ অন্যান্য সামগ্রী। বাচ্চাদের জন্যে রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফ্রক, ড্রেস, স্কার্ট। রয়েছে পরিবারের সবার জন্যে একই ধরনের ম্যাচিং পোশাক।

বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পড়ে উদযাপন করতে পারবে এবারের বসন্ত উৎসব। রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাহিরের সব আউটলেটেই পাওয়া যাচ্ছে বসন্ত উৎসবের আয়োজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত