ঈদুল উল-ফিতরকে কেন্দ্র করে ফ্যাশন হাউজ বার্ডস আই তাদের আউটলেটে নিয়ে এসেছে নান্দনিক সব ডিজাইনের পোশাক। এবারের বিশেষ আয়োজনে রয়েছে
বাহারি রং এবং ডিজাইনের পাঞ্জাবি।
সেই সাথে ছেলেদের সব ধরনের
পোশাক তো থাকছেই।
যেমন- টি শার্ট, পলো টি শার্ট,
শার্ট, পাঞ্জাবি ইত্যাদি।