ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ঈদ উৎসবে বাহারি পোশাক

আর ক’দিন পরই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আর ঈদ মানেই নতুন নতুন পোশাক। তাই তো ঈদের কেনাকাটা শুরু করেছেন অনেকেই। এবারের ঈদে কেমন পোশাক আপনাকে ফ্যাশনেবল এবং আরামদায়ক রাখবে তা নিয়ে ফ্যাশন হাউজগুলোর পরিকল্পনা জানা যাক। লিখেছেন- রেজাই রাব্বী
ঈদ উৎসবে বাহারি পোশাক

রঙ বাংলাদেশ

ঈদে রঙ বাংলাদেশের সংগ্রহে আছে মেয়েদের পোশাক : শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, টিউনিক, টপস, ওড়না, রেডি ব্লাউজ, ব্লাউজপিস, আনস্টিচড থ্রি-পিস ইত্যাদি। ছেলেদের পোশাক : পাঞ্জাবি, পায়জামা, কাতুয়া, কাবলি

সেট, শার্ট, টি-শার্ট, পোলো

টি-শার্ট, ইত্যাদি।

ছোটদের পোশাক : থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, ফ্রক, স্কার্ট টপস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। আছে টিনএজারদের উপযোগী টপস্।

এছাড়া আরো রয়েছে জুয়েলারী, নানা ডিজাইনের ব্যাগ, পার্স, শো-পিস ও উপহার সামগ্রী।

এছাড়াও নিয়মিত সকল আয়োজন তো থাকছেই। রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাইরের সকল আউটলেটেই পাওয়া যাবে এই ঈদ আয়োজনের সামগ্রী।

এছাড়া ঈদ আয়োজনের সকল পণ্যই পাবেন অনলাইন প্ল্যাটফর্মে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত