ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

দুঃখ ও চোখ সম্প্রদায়

দ্বীপ সরকার
দুঃখ ও চোখ সম্প্রদায়

নিশ্চুপ থাকার মতোই আমি পাথর

আমাকে ভাঙতে পারাটা সহজ নয়

আমি ক্রমাগত নির্মাণ করছি নিজেকে

আমি ক্রমাগত পাথরে দুঃখ পুঁতি

পাথরে পাথরে ঘর্ষণে যদি ফোটে ফুল

তাই পাথরেই করে যাই দুঃখচর্চা

আমার কপালে কোনো সংসার টংসার নাই

কত যে প্রশ্ন এড়িয়ে চলেছি জীবনে

অথচ, সবগুলো প্রশ্নের ভেতর একটা ইঙ্গিত ছিল

প্রশ্নচিহ্নকে বাহানা মনে করে

সেদিকে আর যাওয়া হয়নি

এইভাবে তোমরা প্রশ্ন ছুঁড়ে দিতেই পারো

দু মুঠো ভাতের যোগান দিতে পারার

দক্ষতা নাই আমার

কিছু আমি-এরকমই পাথর স্বভাবে

জটিল ও কঠিনে বেঁধেছি চোখ সম্প্রদায়

চোখের কোণে আর নদী আসে না ফিরে

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত