ধূসর নিশান তুলে রেখেছি সেই কবে,
নির্জনে গেয়েছি হৃদয়ের সব আকুতি।
বলে উঠেনি কেউ, শোনেনি কারও চোখ,
বিনিময়ে মিলেছে নিঃশব্দ একাকী এক সুর।
আলো ফুরিয়েছে, শব্দ গেছে থেমে,
জবাব মেলেনি কোনো প্রশ্নের প্রহরে।
সময়ের বুক চিরে ভেসে গেছে অভিমান,
আবেগ জমে, গেছে থেমে নীরব সেই অভিযান।
ভাঙা স্বপ্নগুলো বসে আছে অন্ধকার দ্বারে,
আশার প্রদীপ ঠেকেছে শেষ প্রান্তে।
শূন্যতার কণ্ঠে বাজে এক চাপা কান্না,
ভুলে যাওয়া নাম ধরে ডাকে হৃদয়ের লেখা।