ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

তুমি ধ্রুপদী তাই

আদিল সাদ
তুমি ধ্রুপদী তাই

এই সেই দরজা-

যার প্রান্ত তুমি ছুঁয়েছিলে একদিন।

এই সেই স্মৃতি

দুর্বল অনুভূতির কোমল স্পর্শ,

যার দাগ লেগে আছে আমার হাতে,

প্রথম ছোঁয়া গোলাপে।

এই সেই ভালোবাসা-

ডায়রির পাতায় লুকিয়ে থাকা,

গন্ধহীন, নীরব কিছু আলাপে।

তুমি ধ্রুপদী তাই- স্বপ্ন হয়ে আছো

প্রেমহীন পৃথিবীকে সাক্ষী রেখে।

আমি তাই মায়াবী ছবি এঁকেছি

স্মৃতিজুড়ে-কোন এক ক্যানভাসে।

এই সেই আকাশ-

আজ পাখিহীন, তুমি দেখো।

এই সেই সাগর-

যার শব্দহীন কোলাহল থেমে গেছে,

তুমি শোনো।

এই সেই সবুজ অরণ্য, গোছানো ঘর-

যার প্রতিচ্ছবি যেন আমার মনের ক্যানভাসে আঁকা

একটি নিঃশব্দ চিত্র।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত