ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আমি প্রজ্জ্বলিত শিখা

তাইয়িবা তাসনীম
আমি প্রজ্জ্বলিত শিখা

আমি মানি না

অন্যায়ের নিঃশ্বাস, অবিচারের চাহনি,

কোনো শাসকের মনগড়া শাসানি।

আমি মাথা নোয়াই না

অসত্যের কোনো বাণীতে।

আমি চলেছি সত্যের দীপ্ত পথ ধরে,

আত্মাকে জ্বালিয়েছি ন্যায়ের প্রজ্জ্বলিত শিখাতে।

আমি ভীরু নই,

নই বেখেয়ালি—

আমি দাঁড়াই স্পর্ধায়, অন্যায়ের বিপক্ষে।

আমি তীব্র দাবানল,

শুদ্ধ জাগরণের দীপ্ত ভাষা

আমিই প্রজ্জ্বলিত শিখা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত