প্রিন্ট সংস্করণ
০০:০০, ০২ আগস্ট, ২০২৫
রোদে তপ্ত রাজপথ, অগ্নির স্ফূলিঙ্গ কণ্ঠে
তারুণ্যের মিছিল চলে লোহার কঠিন পায়ে
উৎখাত করো অন্যায়, শিকল পড়াও পায়ে
ন্যায় মার্গ ব্যপ্ত করো, ইনসাফ গড় দেশে।
টগবগ রক্তধারা শিরায় শিরায় চলে
তরুণ পেশীর শক্তি সূর্যের মতন জ্বলে
বিপ্লব করও, বিপ্লব গড়তে শান্তির নীড়ে
স্বদেশ করও স্বাধীন, নিঃশ্বাস ছাড়তে ব্যোমে।