ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চৈত্রের ঝরা পাতা

মো. আশতাব হোসেন
চৈত্রের ঝরা পাতা

রাতের নক্ষত্র চুরি করে শ্রাবণের মেঘ

বিদায়ক্ষণে কাঁদে আবার রিমঝিম সুরে,

বিচ্ছেদ বেদনা সবার জাগে প্রাণে

কেউ বলে কান্নার শব্দে কেউ বলে গানে।

একাকিত্ব ধরে আনে অতীত স্মৃতি উঠানে

সেসব স্মৃতি হৃদয়ে চষে বেড়ায় লাঙ্গলের ফলার মতো,

কোনো স্মৃতি জ্বালায় আফসোসের শিখায়

কোনোটা ভুলের পতিত ভূমি দেখায় ইশারায়।

এমন ছিলাম না কোনো কালে এখন জুটেছে

গোধূলি বেলায় বড় বিষাদ একাকিত্বের আগমন,

অগোছালো জীবন উৎকণ্ঠায় ক্লিষ্ট কাতর

বিদ্যুৎ বাতির দীপ্তি পরাজয়ে আঁধার হয় ঘর।

ধারণা ধারের কাছেও নেই সীমানা হয়েছে পার

আসলে সরলতার সরল সমীকরণ দোষী

বিশ্বস শুষ্ক খড়কুটো চৈত্রের ঝরা পাতায়,

আশ্বাস অঙ্গীকার আগুন জ্বালিয়ে চলে যায়!

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত