ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মনুষ্যত্ব ও তুমি

শেখ সুলতানা সুখী
মনুষ্যত্ব ও তুমি

মনুষ্যত্ব হীনতায় যে প্রাণ

বিরাজ করে সংসারে

কি করে মানুষ বলি তারে

এ তো নিজের সাথেই নিজে করা

এক দুঃসহ অনাচার!

তোমারই পাশে পড়ে থাকা

অন্ধ-বধির,অসহায় মানুষজন

ক্ষুধা- তৃষ্ণায় কাতর যত প্রাণ

হাত বাড়িয়ে, নিজেকে বিলিয়ে

প্রাণ যোগাও, বিমুক্ত করো নিজেকে।

সদ্যজাত যে শিশু ক্ষুধার তাড়নায়

বুঝে নেয়, জন্মই তার আজন্ম পাপ

চারিদিক তার নিকষ কালো

হাত বাড়াও, বুকে তুলে নাও

পরম আদরে, হও মমতার আঁধার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত