ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কলা গাছের ভেলা

আব্দুস সাত্তার সুমন
কলা গাছের ভেলা

শৈশবকালে কলাগাছে

তৈরি করে ভেলা,

মনের সুখে সবাই মিলে

ঘুরতাম সারাবেলা।

কিশোরবেলায় ছুটে যেতাম

তেপান্তরের দ্বীপে,

টেংরা-পুঁটি ধরা পড়তো

ছোট্ট আমার ছিপে।

টলোমলো জলের বুকে

সাঁতার কাটতাম সবে,

যায় না ভোলা কভু তাহা

মনে পড়ে তবে।

বন্ধুবান্ধব হই-হুল্লোড়ে

কাটতো সর্বতরে,

স্মৃতিগুলো গেঁথে আছে

আমার মনের ঘরে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত