ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গৃহদ্বন্দ্বে সন্তান মন্দ

রফিকুল ইসলাম রফিক
গৃহদ্বন্দ্বে সন্তান মন্দ

কপাল মন্দ ঘরে দ্বন্দ্ব

যন্ত্রণার নাই শেষ,

সাহেব বিবির কথা বন্ধ

দিন চলেছে বেশ।

ছোট্ট বাবু ভয়ে কাবু

দেখে মায়ের মুখ,

ব্যথায় ভরা জিন্দা মরা

হারিয়েছে সুখ।

বাবার নয়ন অগ্নি বরণ

দেখলে লাগে ভয়,

কোন্ সাহসে যাবে কাছে

জল্লাদ মনে হয়।

এমন ঘরে শিশু বাড়ে

নিয়ে হীন মন,

পড়ালেখা হয় না শেখা

পায় না বিদ্যা ধন।

হীনমন্য আর জঘন্য

হয়ে বড়ো হয়,

টাকাকড়ি কাঁড়ি কাঁড়ি

করে শুধু ক্ষয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত