ঢাকা রোববার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অথচ

নুসরাত সুলতানা
অথচ

অথচ মানুষ চাইলেই ভালোবাসতে পারতো- পাকা ধানের মণ্ডম গন্ধ

ছাতিম ফুলের মাদকতা ভরা ঘ্রাণ।

ফোকলা দাঁতের শিশুটির চুম্বন।

বৃদ্ধের মায়াভরা জীর্ণ হাত, পবিত্রতম হাসি

ভালোবাসতে পারতো ফ্যালানির মেহেদী রাঙা হাত।

আরাধনা করতে পারতো প্রেমের, স্পর্শের।

তথাপি মানুষ ভালোবাসলো- বারুদ,

ফিলিস্তিনের শিশুদের অনাহারে মরা লাশ

ইয়েমেনের শিশুদের জরাজীর্ণ, কঙ্কালসার দেহ।

ভালোবাসলো ফ্যালানির গুলিবিদ্ধ রক্তাক্ত শরীর।

মানুষ কেবলই দাসত্ব করলো অন্ধ কামনা

মদ, মাৎসর্য আর বিপুল ভোগের।

ভালোবাসলো শান্তির নামে যুদ্ধের শপথ নিতে।

তারা আবার সেই কাজে ধর্মের হাতিয়ারে শান দিলো।

মানুষ সভ্যতা বানালো আলোর পূজা দিতে

তথাপি আরাধনা করলো কেবলই আঁধারের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত