
একটি উচ্চমান জড়োয়া পৃথিবীকে নাচায়
বর্ষীয়ান প্রেম ঝুলে থাকে জড়োয়ায়
আনাচে-কানাচে যেথায় ভারী কটু গন্ধ
যার তীব্রতায় চিকচিক করে ওঠে
চাহনীর শরমিন্দা
জড়োয়া পৃথিবীকে ভরে দেয় আনন্দ গানে
সুরের ঝঙ্কার হৃদয়ে পৌঁছায় না
অস্তরাগের বিকেল দেহ ও মুখে
জড়োয়ার জড়তা খুলতে কেউ সাহস করে না
অভেদ্য স্থবির-পছন্দের মৌসুম বেছে নেওয়া দায়
এরূপ জড়োয়ার অন্তরালে পৃথিবী
কেমনে ঘুমায়!