ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কোলা ব্যাঙের ডাক

সাইফুল্লাহ ইবনে ইব্রাহিম
কোলা ব্যাঙের ডাক

মুষলধারে বৃষ্টি হলো

ডাকছে কোলা ব্যাঙ,

একটু থামে আবার ডাকে

ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং।

ব্যাঙগুলো সব ডাকছে কেনো

ঘর ভেঙেছে নাকি?

কান্না করে বলছে ওরা

কেমনে কোথা থাকি!

খোকা-খুকু ব্যাঙের বাড়ি

করতে যাবে খোঁজ,

ব্যাঙের বাসায় কী থাকে আর

কী করে সে ভোজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত