প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৫ জুন, ২০২২
মুষলধারে বৃষ্টি হলো
ডাকছে কোলা ব্যাঙ,
একটু থামে আবার ডাকে
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং।
ব্যাঙগুলো সব ডাকছে কেনো
ঘর ভেঙেছে নাকি?
কান্না করে বলছে ওরা
কেমনে কোথা থাকি!
খোকা-খুকু ব্যাঙের বাড়ি
করতে যাবে খোঁজ,
ব্যাঙের বাসায় কী থাকে আর
কী করে সে ভোজ।