বই : নাইজেরিয়ার একটি তর্কযুদ্ধ
বিষয় : ঈমান-আকিদা
রচনা : ড. আল্লামা খালেদ মাহমুদ
অনুবাদ : আমিরুল ইসলাম লুকমান
পৃষ্ঠা : ৯৬
দাম : ২০০
প্রকাশক : দারুল ফিকর [উমেদ প্রকাশ]
সুরা আহজাবের ৪০ নম্বর আয়াতে ঈমানের একটি আবশ্যক শর্তের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহতায়ালা অত্যন্ত সুস্পষ্ট শব্দে উক্ত শর্তের বিষয়টি মানবজাতিকে বুঝিয়েছেন। ঈমানের এ শর্তটি হলো, খতমে নবুওয়তের আকিদা বা আরবের পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণকারী মহানবী (সা.)-কে সর্বশেষ নবী ও রাসুল হিসেবে বিশ্বাস করা; মহানবী (সা.)-এর পরে আর কাউকে নতুন নবী ও রাসুল হিসেবে বিশ্বাস না করা। এ বিশ্বাসে সামান্য হেরফের হলে ঈমান থাকবে না। কাফের হয়ে যেতে হবে। কোরআন ও হাদিসের অকাট্য ভাষ্য দ্বারা ঈমানের এ শর্তের কথা প্রমাণিত। মহানবী (সা.) অনেক হাদিসে খতমে নবুওয়ত বিশ্বাসের কথা বারবার বলে গেছেন। তার জীবদ্দশায় এবং তার মৃত্যুর পর নবুওয়তের অনেক মিথ্যা দাবিদারের অবির্ভাব ঘটবে বলেও উম্মতকে সতর্ক করেছেন।
ইসলামের সুদীর্ঘ ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, সাধারণ মুসলমানদের ঈমানহারা কাফেরে পরিণত করতে যুগে যুগে খতমে নবুওয়ত অস্বীকারকারী নানা ব্যক্তি, দল ও গোষ্ঠির আত্মপ্রকাশ ঘটেছে। তারা মিথ্যা, ধোঁকা ও কোরআন-হাদিস বিকৃতির মাধ্যমে মানুষের ঈমান নষ্ট করেছে। বর্তমান সময়েও খতমে নবুওয়ত অস্বীকারকারী কাফেরদের অপতৎপরতা থেমে নেই। নানাভাবে নানা কূটকৌশলে তারা কুফুরি মিশন বাস্তবায়ন করছে।
বর্তমান সময়ের এমনই একটি গোষ্ঠি সম্পর্কে বাংলাভাষী মুসলমানদের সতর্ক ও সাবধান করতে প্রকাশিত হয়েছে ‘নাইজেরিয়ার একটি তর্কযুদ্ধ’ বইটি। এ বইয়ে অত্যন্ত সহজ ও চমৎকারভাবে খতমে নবুওয়ত অস্বীকারকারী একটি প্রসিদ্ধ দলের কুফুরি বিষয় ও দলের প্রতিষ্ঠাতার চারিত্রিক নষ্টামির প্রমাণসহ বর্ণনা করা হয়েছে। যারা ইসলামের মৌলিক বিশ্বাসকে বিকৃত করতে চায়, তাদের মুখোশ উন্মোচনে বইটি একটি বলিষ্ঠ হাতিয়ার। আশা করা যায়, পৃথিবীব্যাপী বাংলাভাষী সর্বশ্রেণির পাঠক বইটি পাঠ করে উপকৃত হবেন। নিজের ঈমানের হেফাজত করতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।