বই : আকাবিরে দারুল উলুম দেওবন্দ : ব্যক্তিত্ব, পরিচয় ও অবদান
বিষয় : ইতিহাস ও সংগ্রাম
রচনা : ড. মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমী
অনুবাদ : আবদুল্লাহ হাসান কাসেমী
পৃষ্ঠা : ২১৬
দাম : ৪৫০
প্রকাশক : উমেদ প্রকাশ
চেতনার রাহবার যারা, যাদের জ্ঞান ও আধ্যাত্মিকতার ধারা আজও বহন করে চলছে সময়-কাল, উপমহাদেশে ধর্মীয় জাগরণ ও অস্তিত্বের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি, তাদের নিয়ে জানাশোনা অনেকেরই তেমন নেই। অথচ মনীষীদের এক বিশাল পরম্পরা যুগের পর যুগ এ উপমহাদেশে এমনকি পুরো বিশ্বে দীনের মশাল জ্বেলেছেন।
যাদের মাধ্যমে আমাদের পরিচয়, যুগের পর যুগ যাদের আত্মিক লহু আমরা বয়ে বেড়াচ্ছি, প্রজন্মান্তরে তাদের পরিচয় করিয়ে দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। সে লক্ষ্যে উমেদ প্রকাশ থেকে বাজারে এলো ‘আকাবিরে দারুল উলুম দেওবন্দ : ব্যক্তিত্ব, পরিচয় ও অবদান’ নামক রচনা। বইটি দারুল উলুম দেওবন্দের অস্তিত্ব থেকে বর্তমান পর্যন্ত মনীষীদের ব্যক্তিত্ব, পরিচয় ও অবদান নিয়ে লিখেছেন উর্দুভাষী ড. মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমী। অনুবাদ করেছেন প্রতিশ্রুতিশীল লেখক ও গবেষক আবদুল্লাহ হাসান কাসেমী।
সহজ সরল ভাষায় অনূদিত বইটি বেশ সুখপাঠ্য। ইতিহাসপ্রিয় পাঠকদের পাঠমুগ্ধের মতো বইটির মুদ্রিত মূল্য ৪৫০ টাকা। পাওয়া যাচ্ছে বাংলাবাজারসহ দেশের সব অভিজাত লাইব্রেরিতে। এছাড়া ঘরে বসে রকমারিসহ অর্ডার করা যাবে বইয়ের সব অনলাইন প্লাটফর্মে।