ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মুসলিম জনসংখ্যার শীর্ষ যত দেশ

বর্তমান বিশ্বে মুসলিম জনসংখ্যা প্রায় ২ বিলিয়ন ছাড়িয়ে গেছে, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। ইসলাম আজ একাধিক মহাদেশে বিস্তৃত একটি প্রধান ধর্ম। বিশেষ করে, এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। ২০২৪ সালের জরিপ অনুসারে বিশ্বের শীর্ষ কয়েকটি জনবহুল মুসলিম দেশ সম্পর্কে লিখেছেন- আবদুল্লাহ তামিম
মুসলিম জনসংখ্যার শীর্ষ যত দেশ

ইন্দোনেশিয়া : ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মুসলিম প্রধান দেশ। দেশটি ১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি প্রধান দেশ। ইসলাম ইন্দোনেশিয়ায় ১৩শ শতাব্দীতে আগমন করে। এখন দেশটির প্রধান ধর্ম ইসলাম। মোট জনসংখ্যা ২৭ কোটি ৬০ লাখ। মুসলিম জনসংখ্যা ২৪ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার ৪৮৬ জন। মুসলিম জনসংখ্যার শতাংশ ৮৮.২।

পাকিস্তান : পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি প্রধান মুসলিম দেশ। এটি ১৯৪৭ সালে ভারত থেকে স্বাধীনতা লাভ করে। পাকিস্তানের জনগণের মধ্যে ইসলাম প্রচলিত হয় সপ্তম শতাব্দীতে। বর্তমানে এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। মোট জনসংখ্যা ২৪ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৬৫৮ জন। মুসলিম জনসংখ্যা ২০ কোটি ৪ লাখ। মুসলিম জনসংখ্যার শতাংশ ৯৬.৫।

ভারত : ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ। দেশটির মুসলিম জনসংখ্যা বিশ্বের তৃতীয় বৃহত্তম। ভারতের মুসলিমরা মূলত সুন্নি সম্প্রদায়ের। দেশটির বিভিন্ন অংশে তাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। মোট জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লাখ ২৭ হাজার ৬৬৩ জন। মুসলিম জনসংখ্যা ২২ কোটি ২৩ লাখ ৪১১ জন। মুসলিম জনসংখ্যার শতাংশ ১৫.৬।

বাংলাদেশ : বাংলাদেশ একটি দক্ষিণ এশিয়ার দেশ; যা ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশের প্রায় ৯১ শতাংশ জনগণ মুসলিম। এটি একটি মুসলিম প্রধান দেশ হিসেবে পরিচিত। মোট জনসংখ্যা ১৭ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ৩১ জন। মুসলিম জনসংখ্যা ১৫ কোটি ৮৮ লাখ ৪৫ হাজার ৫৪৮ জন। মুসলিম জনসংখ্যার শতাংশ ৯০.৯।

নাইজেরিয়া : নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার একটি বৃহত্তম দেশ। এটি মুসলিম ও খ্রিষ্টান জনসংখ্যার মধ্যে বিভক্ত। উত্তর নাইজেরিয়াতে মুসলিমরা প্রধান ও দক্ষিণে খ্রিষ্টানরা। মোট জনসংখ্যা ২২৯ কোটি ৮৭ লাখ ২ হাজার ৫০৬ জন। মুসলিম জনসংখ্যা ১১৭ কোটি ৪৬ লাখ ৪ হাজার ৮৫১ জন। মুসলিম জনসংখ্যার শতাংশ ৫১.১।

মিশর : মিশর উত্তর আফ্রিকার একটি প্রধান দেশ, যা প্রাচীন সভ্যতা ও ইসলামি সংস্কৃতির জন্য বিখ্যাত। ইসলাম মিশরে সপ্তম শতাব্দীতে আগমন করে। বর্তমানে এটি দেশের প্রধান ধর্ম। মোট জনসংখ্যা ১১ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৯৬৪ জন। মুসলিম জনসংখ্যা ১০ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার ৭০২ জন। মুসলিম জনসংখ্যার শতাংশ ৯৫.৩।

ইরান : ইরান পশ্চিম এশিয়ার একটি প্রধান মুসলিম দেশ। যেখানে মূলত শিয়া সম্প্রদায়ের মুসলিমরা বাস করেন। ইরানের ইসলামি প্রজাতন্ত্র সরকার ১৯৭৯ সালে স্থাপিত হয়। মোট জনসংখ্যা ৮ কোটি ৯৮ লাখ ৯৫ হাজার ৭৬৮ জন। মুসলিম জনসংখ্যা ৮ কোটি ৮৯ লাখ ৯৬ হাজার ৮১০ জন। মুসলিম জনসংখ্যার শতাংশ ৯৮.৯।

তুরস্ক : তুরস্ক একটি ইউরেশীয় দেশ; যা আংশিকভাবে ইউরোপ ও এশিয়ায় অবস্থিত। তুরস্কের ইতিহাসে ইসলামের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে, অটোমান সাম্রাজ্যের সময়কাল থেকে। মোট জনসংখ্যা ৮ কোটি ৬৩ লাখ ২১ হাজার ১৯১ জন। মুসলিম জনসংখ্যা ৮ কোটি ৪৫ লাখ ৯৪ হাজার ৭৬৭ জন। মুসলিম জনসংখ্যার শতাংশ ৯৮।

আলজেরিয়া : আলজেরিয়া উত্তর আফ্রিকার একটি প্রধান মুসলিম দেশ। এটি ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত। ইসলামের সংস্কৃতির সঙ্গে দেশটি গভীরভাবে সংযুক্ত। মোট জনসংখ্যা ৪ কোটি ৬৩ লাখ ৬৮ হাজার ৩৭৭ জন। মুসলিম জনসংখ্যা ৪ কোটি ৫৩ লাখ ৯৪ হাজার ৬৪১ জন। মুসলিম জনসংখ্যার শতাংশ ৯৭.৯।

সুদান : সুদান উত্তর-পূর্ব আফ্রিকার একটি দেশ। ইসলামের আগমন সুদানে প্রায় সপ্তম শতাব্দীতে ঘটে। এটি দেশের প্রধান ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত। মোট জনসংখ্যা ৪ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৮৭৭। মুসলিম জনসংখ্যা ৪ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৬৩ জন। মুসলিম জনসংখ্যার শতাংশ ৯০.৭।

ইরাক : ইরাক মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ, যা ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশটির জনসংখ্যার অধিকাংশই শিয়া মুসলিম। মোট জনসংখ্যা ৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ৪৮৯ জন। মুসলিম জনসংখ্যা ৪ কোটি ৬১ লা ৯৩ হাজার ৮৮৪ জন। মুসলিম জনসংখ্যার শতাংশ ৯৮।

মরক্কো : মরক্কো উত্তর আফ্রিকার একটি মুসলিম দেশ, যা তার প্রাচীন ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতির জন্য পরিচিত। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। মোট জনসংখ্যা ৩ কোটি ৮২ লাখ ৬১ হাজার ৯১৩ জন। মুসলিম জনসংখ্যা ৩ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার ২৯৩ জন। মুসলিম জনসংখ্যার শতাংশ ৯৯।

ইথিওপিয়া : ইথিওপিয়া পূর্ব আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ দেশ। দেশটির উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা রয়েছে। যদিও ইথিওপিয়া প্রধানত খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ দেশ। মোট জনসংখ্যা ১৩ কোটি ১৪ লাখ ৬ হাজার ২৪৮ জন। মুসলিম জনসংখ্যা ৪ কোটি ৬৭ লাখ ২২ হাজার ৫০৩ জন। মুসলিম জনসংখ্যার শতাংশ ৩৬।

আফগানিস্তান : আফগানিস্তান মধ্য এশিয়ার একটি মুসলিম প্রধান দেশ। এটি বহু শতাব্দী ধরে ইসলামি সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং তালেবান শাসনকালে ইসলামের গুরুত্ব আরও বাড়ে। মোট জনসংখ্যা ৪ কোটি ৩৫ লাখ ২৪ হাজার ২৮২ জন। মুসলিম জনসংখ্যা ৪ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৩৯ জন। মুসলিম জনসংখ্যার শতাংশ ৯৯।

সৌদি আরব : সৌদি আরব মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মুসলিম দেশ। এটি ইসলামের জন্মস্থান। মক্কা ও মদিনা নামক দুটি পবিত্র শহরের অবস্থান সৌদি আরবে। মোট জনসংখ্যা ৩ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ২৬২ জন। মুসলিম জনসংখ্যা ৩ কোটি ৪৮ লাখ ৪ হাজার ৪৫৮ জন। মুসলিম জনসংখ্যার শতাংশ ৯২.৭।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত