ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটিকে বন্ধু ফোরামের অভিনন্দন

সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটিকে বন্ধু ফোরামের অভিনন্দন

সাভারে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এবার গঠিত হলো ‘সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’। সাভার বাসস্ট্যান্ডে সব টেলিভিশন সাংবাদিকের উপস্থিতিতে যাত্রা শুরু করে সংগঠনটি।

নিউজ টোয়েন্টিফোরের সাভার প্রতিনিধি সাংবাদিক নাজমুল হুদাকে সভাপতি এবং আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়াকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হচ্ছেন- সিনিয়র সহসভাপতি এটিএন বাংলার শেখ বাশার, সহসভাপতি বাংলাভিশনের নজমুল হুদা শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত টিভির এম এ হালিম, সাংগঠনিক সম্পাদক জিটিভির আজিম উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক একুশে টেলিভিশনের কামরুজ্জামান, কোষাধ্যক্ষ মাছরাঙা টিভির সৈয়দ হাসিব, সাংস্কৃতিক সম্পাদক গ্লোবাল টিভির তোফায়েল হোসেন তোফাসানি, দপ্তর সম্পাদক এখন টিভির হুমায়ূন কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ৭১ টিভির আশরাফ সিজেল। নির্বাহী সদস্যরা হলেন- বিটিভির গোলাম মোস্তফা, বৈশাখী টেলিভিশনের আব্দুল হালিম এবং আনন্দ টিভির এ কে আজাদ। তারুণ্যের এই সংবাদকর্মীদের টিমের প্রতি আলোকিত বন্ধু ফোরামের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত