প্রাণের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আপনারা আমাকে ২০২২ সালের নির্বাহী কমিটিতে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। আপনাদের এই অফুরন্ত ভালোবাসা পাওয়ার পর ক্র্যাবকে আরও বেশি গতিশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করিয়ে প্রত্যেক সদস্যের মর্যাদা রক্ষার জন্য কাজ করছি।
বীমা ব্যবস্থা চালু রাখতে বার্ষিক কিস্তি পরিশোধ, ঈদ উপহার বিতরণ, স্বল্প খরচে চিকিৎসার জন্য হাসপাতালের সঙ্গে চুক্তি, পিকনিক, সদস্যদের সন্তানদের জন্য প্রতিযোগিতার আয়োজন, কেরাত ও ক্রীড়া প্রতিযোগিতার মতো অনুষ্ঠানগুলো সফলভাবে সম্পন্ন করা হয়। কল্যাণ ফান্ড মজবুতের জন্য কাজ চলছে।
সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার আগে আমি ওয়াদা করেছিলাম, স্বচ্ছ ও সচ্ছল ক্র্যাব গঠনে কাজ করে যাব। আপনারা আমার সেই কথার ওপর আস্থা রেখেছিলেন। আমি ওয়াদা রক্ষায় গতানুগতিক কাজের বাইরে বড় একটি কাজও করেছি। আর এ কাজে কার্যনির্বাহী কমিটিসহ আপনাদের সবার কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেয়েছি।
প্রায় ২৮০০ স্কয়ার ফিট স্পেসের নিজস্ব সম্পত্তি করেছি। কালভার্ট রোডে একটি বহুতল ভবনের ৯ তলায় ফ্লোরটি পেয়েছি দেশের সবচেয়ে বড় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সৌজন্যে। এত বড় অর্জন ক্র্যাবের ইতিহাসে এবারই প্রথম। যেখানে ‘ক্র্যাব কমপ্লেক্স’ হচ্ছে। কমপ্লেক্সে একটি মিলনায়তন, একটি লাইব্রেরি ও অফিস হচ্ছে। প্রায় ৫ কোটি টাকা মূল্যের এই সম্পদের মালিক এখন ক্র্যাবের প্রতিটি সদস্য। এটি আমাদের নিজস্ব সম্পত্তি। যার আয় দিয়ে ক্র্যাব চলবে এবং কল্যাণ ফান্ডও মজবুত হবে। প্রত্যেক সদস্যের অকৃপণ সহায়তায় আমি নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে ক্র্যাবের জন্য এই সম্পত্তি অর্জন করতে পেরেছি। আমার আরও একটি স্বপ্ন রয়েছে। গতবার আমি ‘বারবার নয় একবার’ স্লোগান সামনে রেখে নির্বাচন করেছিলাম। কিন্তু আমার পরিকল্পনা অনুযায়ী সব কাজ আমি এখনও শেষ করতে পারিনি। এক বছরে আসলে সব কাজ সম্পন্ন করা সম্ভবও নয়। আমি জানি, আমাদের সম্মানিত সদস্যদের স্বপ্ন আরও বিশাল, যে স্বপ্নের সঙ্গে আমিও একমত এবং আমার স্বপ্ন অভিন্ন। তাই নতুন বছর ২০২৩ সাল হোক সেই স্বপ্ন বাস্তবায়নের বছর। এবার আমি আমার আবেগের ও ভালোবাসার সংগঠন ক্র্যাবের প্রত্যেক সদস্যের স্বপ্নের বাস্তবায়ন করে সবার জন্য বাসস্থানের ব্যবস্থা করতে চাই। স্বপ্নপূরণের অংশ হিসেবে স্বল্পমূল্যে ৩ কাঠা করে প্রতিটি প্লট ক্র্যাবের তিনজন সদস্যের জন্য বরাদ্দের উদ্যোগ নিয়েছি। এ বিষয়ে দেশের একটি শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে আমার কথাও হয়েছে। তাদের প্রতিশ্রুতির পর ফলপ্রসূ আলোচনাও হয়েছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে ‘আমরা পারি’, সেই প্রমাণ আমদের ২৮০০ স্কয়ার ফিটের ‘ক্র্যাব কমপ্লেক্স’। এবার আমাদের বাসস্থানের স্বপ্ন পূরণ করতে চাই। এ জন্য ক্র্যাবের আসন্ন নির্বাচনে আমাকে আরেকবারের জন্য সভাপতি পদে নির্বাচিত করার বিনীত অনুরোধ করছি। আপনাদের ভালোবাসাই আমার শক্তি ও সাহস। আপনাদের সবার পরামর্শ নিয়ে ক্র্যাবকে আরও শক্তিশালী, সদস্যবান্ধব, স্বচ্ছ ও সচ্ছল সংগঠনে রূপ দিতে আমার আন্তরিক জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমার কাছে নেতৃত্ব মানে অন্যদের জীবনকে সুন্দর করার সুবর্ণ সুযোগ। এটা নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার সুযোগ নয়।
সভাপতি, ক্র্যাব