পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), দিনাজপুরের উদ্যোগে পুলিশ লাইন্স পুনাক অফিসের সামনে অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেয়া জামান মিমি, সভানেত্রী, পুনাক, দিনাজপুর। বিশেষ অতিথি ছিলেন ফারজানা খান সুইটি, নূর এ শাকিলা রহমান, সাবরিনা হাসান রুমি এবং রুম্মানা রশিদ। এ সময় উপস্থিত ছিলেন- মো. মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেখ মো. জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো. মুকুল হোসেন, আর আই, পুলিশ লাইন্স, দিনাজপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।