রাজধানীর কদমতলীতে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। স্থানীয় দ্বীনি প্রতিষ্ঠান মাদরাসাতু জাবালে নূর ও ইসলামিক কিন্ডারগার্টেনের শিক্ষার্থী বন্ধুরা, অভিভাবক ও শিক্ষকমণ্ডলী এ সময় অংশগ্রহণ করেন। সভায় শিক্ষার্থী বন্ধুরা আনন্দের সঙ্গে উপস্থিত ছিলেন। মাদরাসাতু জাবালে নূর ও ইসলামিক কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, আমরা মানুষের জন্য কাজ করি। মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীরা এগিয়ে যাবে- এটাই আমাদের প্রত্যাশা।