ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

হালদায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ

হালদায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে সামান্য নমুনা ডিম ছেড়েছে মা মাছ। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়তে শুরু করে, তথ্যটি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আনিনুল ইসলাম। জানা যায়, হালদা নদীর হাটহাজারী ও রাউজান উপজেলা অংশে ডিম সংগ্রহের উৎসব শুরু হয়েছে। শত শত নৌকা নিয়ে ডিম সংগ্রহকারীরা ডিম আহরণ করছেন। নদীর দুই তীরে উৎসুক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মৌসুমের আমাবস্যা ও পূর্ণিমা তিথিতে বজ্রসহ বৃষ্টির কারণে নদীতে ঢলের প্রকোপ বৃদ্ধি পায় আর এতে মা মাছ ডিম ছাড়তে শুরু করে। প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর গত বৃহস্পতিবার দিবাগত রাত চারটায় জানান, হালদার মা মাছ ডিম ছেড়েছে। তিনি নৌকা নিয়ে নদীতে আছেন। ডিম সংগ্রহ করছেন। প্রচুর পরিমাণে ডিম পাচ্ছেন বলেও জানান তিনি। জানা গেছে, উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের নাপিতের ঘাট থেকে শুরু করে গড়দোয়ারা ইউনিয়নের নয়াহাট এলাকার কিছু অংশে সামান্য পরিমাণে নমুনা ডিম ছাড়ে মা মাছ। নয়ারহাট কুম এলাকার শহীদুল্লাহ্, ইউনূছ মুন্সি ও কাদের, কাটাখালি স্লুইছ গেট এলাকায় হাসান, রামদাস হাট এলাকায় ইকবাল, মাছুয়াঘোনা স্লুইস গেইট এলাকার হোসেন খুব সামান্য নমুনা ডিম সংগ্রহ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত